ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘‘জাতির পিতার স্বপ্ন পূরণে জামানত বিহীন ঋণ ও রূপকল্প-২০৪১-এ এসএফডিএফ’’ শীর্ষক একটি সেমিনার ০২ এপ্রিল, ২০২২ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেটে অনুষ্ঠিত হয় । সেমিনারে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি। সেমিনারে সভাপতিত্ব করেন এসএফডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাকির হোসেন আকন্দ । দিনব্যাপী এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: আবদুল হাকিম, প্রফেসর,অর্থনীতি বিভাগ এবং পরিচালক, IQAC সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা । মূখ্য আলোচক ছিলেন যথাক্রমে ড. এ কে মিজানুর রহমান, সাবেক পরিচালক, বার্ড; জনাব ছায়েদুজ্জামান, অতিরিক্ত সচিব, কার্যক্রম বিভাগ, পরিকল্পনা কমিশন । সেমিনারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পরিকল্পনা কমিশন, বার্ড, আরডিএ, বিআরডিবি, পিডিবিএফ, সমবায় অধিদপ্তর, মিল্ক ভিটাসহ বিভিন্ন সংস্থার পদস্থ কর্মকর্তা, বিশিষ্টব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এসএফডিএফ’র সর্বস্তরেরকর্মকর্তা/কর্মচারী অংশগ্রহণ করেন।